পেন ড্রাইভ সাইজে ছোট হলেও এটা অনেক কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ মানুষ তার গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ ডাটা বা ফাইল পেন ড্রাইভে রাখে। এসব সেনসিটিভ ফাইল কোন খারাপ ব্যক্তির হাতে বা পেন ড্রাইভ হারিয়ে গেলে আপনার ফাইল বা ডাটার অপব্যবহার এবং আপনার বিশাল ক্ষতি হতে পারে। তাই পেন ড্রাইভ লক করা তথা পাসওয়ার্ড সেট করা অনেক জরুরি।
অনলাইনে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করার অনেক সফটওয়্যার রয়েছে। এছাড়া উইন্ডোজ ডিফল্টভাবে পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করার সুবিধা দিয়ে থাকে। আজকে আমি দেখাবো কিভাবে সফটওয়্যার ছাড়া পেন ড্রাইভে পাসওয়ার্ড সেট করবেন। এর জন্য আপনাকে থার্ড পার্টির কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না।
নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন ঃ আপনার পেন ড্রাইভ পিসিতে কানেক্ট করুন। এবার Windows Explore এ যান। পেন ড্রাইভের উপর মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করুন।
কমপ্লিট হয়ে গেলে ক্লোজ করে দিন
এবার আপনার কাজ কমপ্লিট, পেনড্রাইভ টি খুলে আবার ইনসার্ট করুন।
এবার দেখুন আপনার পেন ড্রাইভটি পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেছে।
Jun 27, 2020 | No Comments | 103 Views
Jun 25, 2020 | No Comments | 87 Views
Jun 20, 2020 | No Comments | 85 Views
Jun 12, 2020 | No Comments | 145 Views